বিএনপির নৈরাজ্য রাজপথে দূরথাক,স্বপ্নেও কল্পনা করলে একবিন্দু ছাড় হবেনা -মেজর মোহাম্মদ আলী

0 69

||নিজস্ব প্রতিনিধি||

বিএনপি বিএনপি জামাতের চলমান হরতাল এবং অবরোধে সকল প্রকার নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যক্রম এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)বলেন, বিএনপির নৈরাজ্য রাজপথে দূরে থাক ,যদি বিএনপি নেতারা স্বপ্নেও কল্পনা করে তাদেরকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।

বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচি প্রতিহত করার মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার শেষ দিনেও ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার(০২ নভেম্বর ২০২৩) সকালে দেশের লাইফলাইনখ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শহীদনগর এলাকায় বিএনপির ডাকা অবরোধ প্রতিহত করতে শান্তিসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, বারপাড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক,সুন্দলপুর ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী, সুন্দলপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আলম, বারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মনির হোসেন তালুকদার, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দীন রকিব ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিল্লাল মুন্সি। দুপুরে দাউদকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধারা দাউদকান্দি বাজার মিছিল বের করে দাউদকান্দি টোল প্লাজায় এসে দাউদকান্দি উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.