শহীদ মিনারের মূল বেদীতে উঠে সমালোচনায় খালেদা

0 598

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে সর্বোচ্চ ধাপে উঠে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারের পবিত্রতা লঙ্ঘন করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে উঠার নিয়ম না থাকলেও খালেদা এবং বিএনপি নেতারা মূল বেদীতে উঠে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দ মূল বেদীর নিচে দাড়িয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
মঙ্গলাবার ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১টা ২৫ মিনিটের দিকে খালেদা জিয়াসহ বিএনপি নেতারা শহীদ মিনারে পৌঁছান। এরপর রাত ১টা ২৮মিনিটের দিকে তারা শহীদ মিনারের মূল বেদীতে যান। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে। এসময় তারা বিএনসিসি সদস্যদের বাধা সত্ত্বেও মূল বেদীর উপরে উঠে যায় এবং কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার প্রাঙ্গন ত্যাগ করেন।
শহীদ মিনারের পবিত্রতা লঙ্ঘনের বিষয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, মূল বেদীর উপরে উঠে পুষ্পস্তবক অর্পন বা শ্রদ্ধা নিবেদন করা শহীদ মিনারের পবিত্রতা লঙ্ঘন করার শামিল। জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে এ ধরনের ভুল বা আচরণ আমরা প্রত্যাশা করিনা। তাদের উচিত নিয়মকানুন জেনে শহীদ মিনারের যাওয়া।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.