শেখ সেলিমের কাছে ৭২-এ নজরুলের প্রথম শহীদ দিবসের দুর্লভ ছবি হস্তান্তর

527

।।নিজস্ব প্রতিনিধি।।

দেশ মাতৃকার অকুতোভয় সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা দাউদকান্দির সুন্দলপুরের কৃতি সন্তান নজরুল ইসলাম শহীদ হন ১৯৭১ সালের ২১ নভেম্বর। ১৯৭২ সালের সুন্দলপুরে ও হাসানপুর শহীদ নজরুল ইসলাম সরকারি ডিগ্রি কলেজে প্রথম শহীদ দিবস পালিত হয়। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ সেলিমসহ সেসময়ের জাতীয় ছাত্র নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে (শেখ সেলিমের বনানীর বাসভবনে) শেখ সেলিমের কাছে ৭২-এ নজরুলের প্রথম শহীদ দিবসের দুর্লভ সেই ছবি হস্তান্তর করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। এ সময় এই ছবির সংগ্রাহক এবং সাংবাদিক ও গবেষক বাশার খান উপস্থিত ছিলেন।

১৯৭২ সালে নজরুলের প্রথম শহীদ দিবসের স্মৃতি বিজড়িত ছবি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ সেলিম। স্মৃতিচারণ করেন সেই সময়কার।

এ সময় শেখ সেলিম মুক্তিযুদ্ধকালীন ও তার আগে শহীদ নজরুল ইসলামের নানা অবদান তুলে ধরেন।

এরপর মেজর মোহাম্মদ আলী (অব.) শেখ সেলিমকে শহীদ নজরুল ও মুক্তিযুদ্ধ বিষয়ক তার গৃহীত  বিভিন্ন উদ্যোগের ব্যাপারে অবহিত করেন। আর তা হল:

১. নজরুল ইসলামের সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা খারপাড় থেকে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজে স্থানান্তরের প্রক্রিয়া।

২. দাউদকান্দি উপজেলা “মুক্তিযুদ্ধ জাদুঘর ও গবেষণাগার” নির্মাণের অগ্রগতি।

৩. ১৯৭১ সালে দাউদকান্দি উপজেলায় সংঘটিত “মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি ফিল্ম” নির্মাণ।

এসময় শেখ সেলিম মোহাম্মদ আলী (অব.)-এর উদ্যোগকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

 

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.