ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

417

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা নির্বাচন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

রবিবার বেলা ১১টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সকালে যাচাই-বাছাই কমিটির প্রথম অধিবেশনে ফেনী-১ আসনের আবেদনগুলো দিয়ে যাচাই-বাছাই কাজ শুরু হয়। ১৪টি মনোনয়নপত্রের আদেশ দেয়ার পর ১৪তম আবেদনটি ছিল খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসনের মনোনয়নপত্রের সকল কাগজ-পত্র সঠিক পাওয়া গেলে সভায় বিভিন্ন সংস্থার কাছে কোনো আপত্তি আছে কিনা জানতে চান রিটানিং অফিসার। তখন পুলিশের পক্ষ থেকে ডিএসবি ডিআইওয়ান ইন্সপেক্টর শহিনুজ্জামান জানান- খালেদার জিয়ার বিরুদ্ধে ২টি মামলায় ৭ ও ১০ বছর সাজা রয়েছে মর্মে কাগজ রয়েছে। পরে জেলা রিটানিং অফিসার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৭২ এর ১৪ ধারার বিধান মতে খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বাতিল করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.