||নিজস্ব প্রতিনিধি||
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪(১) ধারা ভঙ্গ করে বারপাড়া ইউনিয়ন পরিষদে নৌকার পক্ষে প্রচারণা চালায় বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগরকে ২০,০০০ টাকা নগদ অর্থদন্ড প্রধান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি ২০২৪) সকালে বারপাড়া ইউনিয়নের টিসিবির উপকারভোগীদের টিসিবির পণ্য বিতরণের কথা বলে, ডেকে এনে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে ভোট চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন পরিষদে সরকারি টিসিবির মালামাল বিতরণ কালে নৌকা প্রতীকে ভোট চাওয়ার এই ভিডিওটি এখন ভাইরাল হয়েছে। সরকারি মালামাল বিতরণ করে এভাবে প্রকাশ্যে ইউনিয়ন পরিষদে বসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর নৌকায় ভোট চাওয়ায় নির্বাচন আচরনবিধি লঙ্ঘন বলে জানিয়েছেন সাধারণ মানুষ।
এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন মনিটরিং কমিটি,রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান।
এর প্রেক্ষিতে,দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে আচরণ বিধিমালা প্রতিপালনার্থে অভিযান পরিচালনাকালে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪(১) ধারা ভঙ্গ করে সরকারি কর্মসূচির (টিসিবির পণ্য বিতরণ) সঙ্গে নির্বাচনী প্রচার চালানোর (নৌকা প্রতীকে ভোট চাওয়া) অপরাধে ২৪৯ কুমিল্লা-০১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী জনাব মো: আবদুস সবুরের পক্ষে বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: মাজহারুল ইসলাম (৪২)-কে ২০০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর বলেন অজ্ঞতাবশত আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন।