স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয় : প্রফেসর গিরিশ কুমার

377

স্মার্টফোন এখন নিত্যসঙ্গী। শুধু প্রয়োজনে নয়, বিনোদন- মনোরঞ্জনেও ব্যবহার করা স্মার্টফোন। গেমসের কারণে তরুণ প্রজন্মের একটা বড় অংশ দিনভর এতেই মজে থাকে। কিন্তু স্মার্টফোন নিয়ে এই পাগলামো স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?

সাম্প্রতিক এক গবেষণা সামনে এনেছে চাঞ্চল্যকর তথ্য। এক মুম্বাই আইআইটির এক প্রফেসর সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা করেছিলেন। সেই গবেষণায় তিনি দাবি করেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ক্যানসারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কয়েকগুণ বাড়িয়ে দেয়।

প্রফেসর গিরিশ কুমার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে গিয়ে ‘রেডিয়েশন হ্যাজার্ডস অফ সেল ফোন’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্মার্টফোনের কুপ্রভাব সম্পর্কে বিস্তারিত জানান।

তরুণ প্রজন্মকে সাবধান করে তিনি বলেন, দিনে তিরিশ মিনিটের বেশি যেন কেউ স্মার্টফোন ব্যবহার না করেন। এটা করলে বিপদ বাড়বে। শুধু মস্তিষ্কে ক্যানসার নয়, মোবাইল ফোন থেকে বেরনো ফ্রি র‍্যাডিকালস পুরুষের প্রজনন ক্ষমতার উপরেও প্রভাব ফেলে বলে দাবি করেছেন ওই শিক্ষক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.