নোয়াখালী জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মানববন্ধন

0 531

নোয়াখালী জেলা বিএনপির ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে নতুনভাবে কমিটি গঠনের দাবিতে করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় থেকে নোয়াখালী প্রেসক্লাব চত্বরের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে নোয়াখালীর তৃণমূল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মাবনবন্ধনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল করিম মুক্তার নেতৃত্বে শহর যুবদলের আহ্বায়ক মনির উদ্দিন, জেলা ছাত্রদলের সহসভাপতি আবদুল মতিন, সাবেক এজিএস আহম্মদ উল্লাহ ওহাব, সাবেক কাউন্সিলর আবুল খায়েরসহ নোয়াখালী জেলা, শহর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিতে গঠনতন্ত্রের মাধ্যমে কাউন্সিল করে নোয়াখালী জেলা কমিটি পুনঃগঠনের দাবি জানানো হয়। তারা বলেন, নোয়াখালীর মাটি বিএনপি ঘাঁটি, এ ঘাঁটিকে নড়বড়ে করতে একটি মহল ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সম্পূর্ণ অগনতান্ত্রিক পদ্বতিতে কাউন্সিররদের মতামতকে উপেক্ষা করে চেয়ারপরসনকে ভুল বুঝিয়ে এ কমিটি গঠন করেছে, যা এ জেলার সাধারণ নেতাকর্মীরা কখনও মেনে নেবে না। আমরা দেশনেত্রী খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যোন তারেক জিয়ার হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে কাউন্সিলদের দিয়ে নুতন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.