‘অদ্বিতীয়া বাংলাদেশ’ চমৎকার একটি গান “সঞ্জীবনের”

0 613

মহান স্বাধীনতার মাসে লেজার ভিশনের ব্যানারে সঞ্জীবন চক্রবর্তীর ’অদ্বিতীয়া বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
গানটির কথা ও সুর করেছেন তরুন এই প্রতিভাবান শিল্পী নিজেই । গানটির সংগীতায়োজন করেছেন জেড এইচ বাবু, ভিডিও চিত্রগ্রহনে ছিলেন জাহিদ ফেরদৌস অয়ন ও আর এ রনি। ভিডিওটির নির্দেশনা ও সম্পাদনায় ছিলেন নির্মাতা সোহাগ খান এসকে । গানের ভিডিওটিতে সামগ্রিক বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে দেশপ্রেম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ও চিত্র ফুটে উঠেছে এ গানটিতে । গানটি সম্পর্কে কন্ঠশিল্পী সঞ্জীবন চক্রবর্তী বলেন- এটি আমার কন্ঠে প্রথম গান, দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়েই এ গানটি করা। সবার আশির্বাদ, দোয়া ও ভালোবাসা চাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং যারা আমাকে প্রতিনিয়ত
এ কাজটিতে অনুপ্রেরনা দিয়েছেন।

গানটি দেখতে ও শুনতে প্লে করুন নিচের ভিডিও

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.