||নিজস্ব প্রতিনিধি||
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে,দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে।
রবিবার ২২ অক্টোবর ২০২৩ সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল ও সদস্য সচিব আলমগীর হোসেনের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে, জনসচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা আগের চাইতে অনেক কমে আসছে। যতটুকু দুর্ঘটনা ঘটছে মহাসড়কে থ্রি হুইলার চলাচল এবং অনভিজ্ঞ চালকের কারণে মহাসড়কে দুর্ঘটনায় অকালে প্রাণ ঝরে পড়ছে।
এ সময় তিনি প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার জন্য এবং নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত এ যাত্রীদের মাঝে সচেতনতা এবং ড্রাইভারদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও মোহাম্মদ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: সাইফুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো: রকিব উদ্দিন, নিসচার পৃষ্টপোষক মো: কামাল উদ্দিন, গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: মহিউদ্দিন প্রমূখ।
র্যালী ও সমাবেশে নিসচা’র সদস্য, উপজেলা প্রশাসন, হাইওয়ে ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।