কুমিল্লা -১ আসনে নৌকার প্রচারণায় ওসি মাহাবুব, সাধারণ ভোটাররা চরম আতঙ্কে

0 2,570

||নিজস্ব প্রতিনিধি||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, কুমিল্লা -১(দাউদকান্দি -তিতাস) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের হয়ে নির্বাচনী প্রচারণা এবং উঠান বৈঠক করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব আলম।

২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ডিউটিরত অবস্থায় ওসি মাহাবুব আলম কুমিল্লা -১ সংসদীয় আসনের দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নে তাহার নিজ গ্রাম মহিষমারীতে, নৌকা প্রতীকের সমর্থকদের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে নৌকা প্রতীকের হয়ে ভোট চান এবং প্রচারণা করেন।
এতে এলাকার সাধারণ ভোটার এবং প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে।

মহিষমারি গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহআলম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সোলাইমান মোল্লা, মোঃ  আজহারুল, মোঃ শরিফ, পদুয়া গ্রামের রাকিব সহ মহিষমারি গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
(১৮ জুলাই ২০২৩) সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় যোগদানের পূর্বে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায়ও এলাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের অভিযোগ আছে।

এলাকাবাসীর অভিযোগ, নিজের চাকরির প্রভাব খাটিয়ে এলাকায় তিনি যখন আসেন রাজনৈতিক এবং গ্রামের বিভিন্ন কর্মকান্ডে তিনি গ্রুপিং সৃষ্টি করে।ওসি মাহাবুব একজন পুলিশ অফিসার , তার বিরুদ্ধে আমরা কার কাছে অভিযোগ জানাবো। অভিযোগ জানাতে গেলে আমাদেরকে আইনি জটিলতায় ফেলে দিবে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আনুমানিক ২০০৫ সালের দিকে বিএনপি -জামায়াতের শাসনামলে, বিএনপি মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সুপারিশে তিনি বাংলাদেশ পুলিশে চাকুরী পান।

পদুয়া ইউনিয়নে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে,গোলবৃত্তে ওসি মাহাবুব।

কিন্তু সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.