।।নিজস্ব প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক, কুমিল্লা।
রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই শেষে মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক, কুমিল্লা।
একই আসনে তিন জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন- ইফতেখার হাসান, মাওলানা আলতাফ হোসেন ও রেজাউল করিম।
উল্লেখ্য, টানা দুইবারের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া বিএনপির ঘাঁটি বলে এক সময়ের পরিচিত এই আসন ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভোটে পরাজিত করে দীর্ঘ ৩৫ পর আসনটি আওয়ামী লীগকে উপহার দেন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থীকে বিপুলেভোটে পরাজিত করেন তিনি।
একাদশ সংসদ নির্বাচনেও সুবিদ আলী ভূঁইয়ার জয় সু-নিশ্চিত বলে মনে করছেন নেতাকর্মীরা।