সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে এর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

324

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

আজ মঙ্গলবার সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে সকাল ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। এর আগে ৪ দিনের সরকারি সফরে রবিবার দুপুরে বাংলাদেশে এসেছেন বেরসে।

মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের গণহত্যা শুরু করলে এখনও পর্যন্ত প্রায় আট লাখ রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদের বর্তমান অবস্থা দেখতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গতকাল সোমবার এক বৈঠকে রোহিঙ্গা সংকটে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় তাঁকে (শেখ হাসিনা) প্রশংসা করে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড। আঁলা বেরসে সোমবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.